চীনে নয়, আইফোন সংযোজন হচ্ছে ভারতে
এবার ভারতের চেন্নাইয়ে আইফোন সংযোজন করা শুরু করল মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল।
চীনের বদলে এবার চেন্নাইয়ের ফক্সকন কারখানায় সংযোজনের কাজ করছে তারা। এবারই প্রথম ভারতের মাটিতে সংযোজিত হচ্ছে শীর্ষ আইফোন মডেলগুলোর একটি।
শুক্রবার ভারতের বাণিজ্যমন্ত্রী পিয়ুস গয়াল এক টুইটে লিখেছেন, ভারতে উৎপাদনের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অ্যাপল ভারতে আইফোন ১১ তৈরি করা শুরু করেছে, দেশে প্রথমবারের মতো শীর্ষ মডেল নিয়ে এসেছে।
এর আগে ২০১৭ সালে ভারতের ব্যাঙ্গালুরুর কারখানায় আইফোনের ২০১৬ সালের এসই মডেল’ সংযোজনের কাজ শুরু করেছিল অ্যাপল। আর ২০১৯ সাল থেকে দেশটিতে আইফোন এক্সআর সংযোজনের কাজ শুরু করেছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট।
ভারতের এক সংবাদ মাধ্যম বলেছে, ভারতে ২০২০ সালের আইফোন এসই মডেল তৈরির পরিকল্পনা রয়েছে।
এ মাসের শুরুতে নিজেদের ভারতীয় কারখানার জন্য ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের সিদ্ধান্ত জানিয়েছে অ্যাপলের প্রধান সরবরাহক ফক্সকন।
এছাড়াও অ্যাপলের দ্বিতীয় প্রধান সরবরাহকারী পেগাট্রনও ভারতে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে।