তিনটি বেস্ট স্টুডেন্ট একাউন্ট ব্যাংক
যারা বাড়ি থেকে টাকা এনে টিউশন ফি, মেস ভাড়া বা হোস্টেল খরচ দেন কিন্তু বিকাশের অতিরক্তি খরচ বহন করতে অনিচ্ছুক তারা ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে টাকা উইথড্র করতে পারেন। এছাড়াও সেভিংস এর সুযোগ তো থাকছেই।
স্টুডেন্ট একাউন্ট খুলার জন্য ভালো কয়েকটি ব্যাংক হচ্ছে।
১ঃ এবি ব্যাংক (ডুয়েল কারেন্সি ভিসা ডেবিট কার্ড, এসএসএস ব্যাংকিং ও এলার্ট, ইন্টারনেট ব্যাংকিং, NPSB, EFT ফান্ড ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি! সাথে প্রথমে ১০ পাতার চেক বই ফ্রি)
২ঃ মিডল্যান্ড ব্যাংক (লোকাল কারেন্সি ভিসা ডেবিট কার্ড, এসএমএস এলার্ট, ইন্টারনেট ব্যাংকিং, NPSB, EFT ফান্ড ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি! বিকাশে টাকা ট্রান্সফার, রকেটের মাধ্যমে ক্যাশ ইন ও ক্যাশ আউট সুবিধা; তবে মিডল্যান্ড স্টুডেন্ট একাউন্টে কোনো চেক সুবিধা পাবেন না)
৩ঃ সোশ্যাল ইসলামী ব্যাংক (লোকাল কারেন্সি ভিসা ডেবিট কার্ড, এসএমএস এলার্ট, ইন্টারনেট ব্যাংকিং EFT ফান্ড ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি! বিকাশে টাকা ট্রান্সফার সুবিধা। চেক বইয়ের জন্য প্রতি পাতায় ৪৳+১৫% দিতে হবে ২৫ পাতার জন্য ১০০৳ চার্জ)।
এবি ব্যাংক ও সোশ্যাল ইসলামী স্টুডেন্ট একাউন্টে লেনদেন লিমিট সর্বোচ্চ ৩ লাখ ৳ লিমিট দিয়ে থাকে। মিডল্যান্ড ব্যাংকে এরকম কোনো লিমিট নেই।
এছাড়াও অনেক ব্যাংকেই স্টুডেন্ট সেভিংস একাউন্ট করা যায় তবে অনেক রেস্ট্রিকশন থাকে বা ফি থাকে। আমার বিবেচনায় এই ৩টি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য সবচেয়ে বেষ্ট।