ক্রেডিট কার্ড দিয়ে কিস্তিতে/EMI তে পণ্য কেনা যত কথা
আমরা অনেকেই ক্রেডিট কার্ড দিয়ে কিস্তিতে/EMI তে পণ্য কিনতে চাই যেমন মোবাইল, ল্যাপটপ ইত্যাদি।
নতুনদের জন্য কিছু লেখা, ধরি আমি ৫০ হাজার টাকার একটি ল্যাপটপ ১২ মাসের কিস্তিতে কিনবো।
কার্ড দিয়ে ল্যাপটপ কিনতে হলে আপনাকে খোজ নিতে হবে কোন কোন দোকানদার EMI তে ল্যাপটপ দিবে, কেউ কেউ ০% দিয়ে থাকে, কেউ কেউ ৬-১২% অতিরিক্ত টাকা নেয়।
এরপর কার্ডে ল্যাপটপের আনুমানিক দামের চেয়ে বেশী লিমিট থাকতে হবে যেমন ল্যাপটপ ৫০ হাজার হলে লিমিট কিছু বেশী থাকতে হবে
দোকানে যেয়ে প্রোডাক্ট কিনলে দোকানদার আপনার কার্ড পস মেশিনে দিবে, এরপর পিন দিয়ে আপনি লেনদেন সম্পন্ন করবেন। কার্ড থেকে পুরা ৫০ হাজার টাকা কেটে নিবে।
১-দোকানদার একটি EMI ফর্ম পুরণ করবে, কার্ড হোল্ডারের সাইন নিবে, আপনাকে একটি কপি দিবে, তখন সেই কপি ব্যাংকে ইমেইল করতে হবে এবং প্রয়োজন বোধে ওদের কল করে বলতে হবে যে আমি একটি ল্যাপটপ কিনেছি, এতমাসের ইন্সটলমেন্টে/EMI করতে চাই।বাস আপনার কাজ শেষ।
২- অনেক দোকানে এই কাজটুকু পুরা অনলাইনে হয় দোকানদার যেভাবে চায় কিনবেন।
তারপর কয়েকদিন পরেই আপনার কার্ডে পুরো টাকা ফেরত আসবে কিন্তু লিমিট ব্লক থাকবে মানে আপনি এই ৫০ হাজার খরচ করতে পারবেন না, মোবাইলে মেসেজ আসবে আপনার EMI একসেপ্ট হইছে।
এরপর মাস শেষে আপনার বিল আসবে ৫০/১২=৪১৬৬… টাকা, প্রতিমাসে এতটুকু করে বিল আসবে। ১৫ দিনের মধ্যে সেই বিল পে করতে হবে। সেই বিল দিলে আপনার লিমিট ততটুকু ফ্রি হবে মানে আপনি আবার খরচ করতে পারবেন।এভাবে প্রতিমাসে বিল আসবে পেইড করবেন, লিমিট ফ্রী হতে থাকবে।
কার্ডের ইনসিউরেন্স চালু থাকলে অফ করে নিবেন না হলে টোটাল ৫০ হাজারে মাসিক কিছু টাকা কাটবে। ০.০৩-.০৪% এরমত।
কোন প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্টে, ধন্যবাদ। মতামত গ্রহণযোগ্য।