1TB SD Card Make Lexar
ক্যামেরার জন্য বিশ্বের প্রথম 1TB SDXC flash memory আনছে Lexar। বিক্রি শুরু হবে শীঘ্রই। Memory card-টি অধিক গতির UHS-II-এর বদলে UHS-I রাখা হয়েছে। তবে সর্বোচ্চ গতি 95MB/s (class 10)। অর্থাৎ 4K ভিডিও(class V30) এবং উচ্চমানের RAW ছবি রাখা সম্ভব হবে।
Photokina 2016-এ Sandisk প্রথম 1TB SDXC উন্মোচন করেছিলো। তবে তা বাজারে ছাড়া হয়নি। সুযোগটা লুফে নিয়েছে Lexar, অর্থাৎ তারাই প্রথম বাজারে আনছে 1TB SDXC। মূল প্রতিষ্ঠান Micron থেকে বিচ্যুত হয়ে চীনা প্রতিষ্ঠান Longsys-এর কাছে বিক্রি হয়েছিলো ব্র্যান্ডটি গত বছর।
Flash memory storage নিয়ে বেশ কাজ চলছে। Lexar-এর জয়ি লোপেজ বলেছেন, প্রায় ১৫ বছর আগে Lexar 1GB SD card-এর ঘোষণা দিয়েছিলো। আজ একই form factor রেখে 1TB storage capacity-এর ঘোষণা দিতে সক্ষম হয়েছেন তারা। এভাবে চললে ২০৩৪ সালের মধ্যে 1-perabyte cardআনতে সমর্থ হওয়া যাবে।
পোস্টটি ভালো লাগলে Like দিন, পোস্টটি সম্পর্কে কোন কিছু জানার থাকলে অবশই কমেন্ট করবেন এবং প্রতিদিন প্রযুক্তির সব letest নিউজের Update পেতে (DoridroTech.Com) এর সাথে থাকুন ।