মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড
আপনি যদি হন একজন গ্রামীন ফোন ইউজার এবং হয়ে থাকেন একজন স্টার কাষ্টমার তাহলে আপনি পাবেন এমটিবি জিপি কো-ব্রান্ডেড ভিসা প্লাটিনাম/ভিসা সিগ্নেচার ক্রেডিট কার্ড।
** আপনি যদি হয়ে থাকেন একজন ইঞ্জিনিয়ার এবং আইইবি মেম্বার তাহলে আপনার জন্যে রয়েছে এমটিবি আইইবি কো-ব্রান্ডেড ভিসা প্লাটিনাম/ভিসা সিগ্নেচার ক্রেডিট কার্ড।
** আপনি যদি স্বনামধন্য নটোরডেম কলেজ থেকে পাশ করে থাকেন এবং হয়ে থাকেন একজন ক্লাব নটোরডেমিয়ান মেম্বার আপনার জন্যে রয়েছে এমটিবি কো-ব্রান্ডেড ক্লাব নটোরডেমিয়ান ভিসা সিগ্নেচার ক্রেডিট কার্ড।
** আপনি যদি হয়ে থাকেন দেশের স্বনামধন্য ক্লাব ক্যাডেট কলেজ ক্লাবের একজন সম্মানিত মেম্বার আপনার জন্যে রয়েছে এমটিবি ক্যাডেট কলেজ ক্লাব কো-ব্র্যান্ডেড মাষ্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড।
** আপনি যদি হয়ে থাকেন একজন বাংলাদেশের স্বনামধন্য এয়ারলাইন্স কোম্পানি নভোএয়ারের স্মাইল কাষ্টোমার তাহলে আপনার জন্যে রয়েছে এমটিবি নভোএয়ার কো-ব্রান্ডেড ইউনিয়ন-পে প্লাটিনাম ক্রেডিট কার্ড।
** আপনি যদি হয়ে থাকেন দেশের স্বনামধন্য বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কিংবা ষ্টাফ তাহলে আপনার জন্যে রয়েছে এমটিবি ঢাকা বিশ্ববিদ্যালয় কো-ব্রান্ডেড ভিসা প্লাটিনাম/ভিসা সিগ্নেচার ক্রেডিট কার্ড।
** আপনি যদি হয়ে থাকেন দেশের স্বনামধন্য প্রাইভেট কোম্পানি এপেক্স এর একজন গোল্ড কাষ্টমার তাহলে আপনার জন্যে রয়েছে এমটিবি এপেক্স কো-ব্রান্ডেড ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড।
এই কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডগুলোর মাধ্যমে আপনি উপভোগ করতে পারবেন –
– ১১০০-এরও বেশি ইন্টারনেশন্যাল লাউঞ্জে ফ্রি এক্সেস সারা বছর জুড়ে(শুধুমাত্র সিগ্নেচার ক্রেডিট কার্ডে)।
– প্রথম বছরে বার্ষিক চার্জ সম্পূর্ণ ফ্রি।
– দ্বিতীয় বছর থেকে যেকোন এমাউন্টের ১৫ টা ট্রাঞ্জেকশনে বার্ষিক চার্জ মওকুফের সুবিধা।
– যেকোন এমটিবি এয়ার লাউঞ্জে ফ্রি এক্সেস আনলিমিটেড সারাবছর – ঢাকা+চট্টগ্রাম+সিলেট+কক্সবাজার+সৈয়দপুরে রয়েছে এমটিবির নিজস্ব লাউঞ্জ।
– ফ্রি এয়ারপোর্ট পিক এবং ড্রপ সার্ভিস(শুধুমাত্র দেশের বাহিরে ভ্রমনের ক্ষেত্রে প্রযোজ্য)।
– ঢাকা এয়ারপোর্টে ফ্রি মিট এবং গ্রিট সার্ভিস।
– ৩০০+ লাইফস্টাইল ব্র্যান্ডে ৬০% পর্যন্ত ডিসকাউন্ট এবং ০% ইন্টারেস্টে ইএমআই এর সুবিধা
– সহজ পেমেন্ট সুবিধা ই-কমার্স এবং ওটিটি প্ল্যাটফর্মে
– উপভোগ করুন বছর জুড়ে নামী সব রেস্টুরেন্টে একটি কিনলে একটি ফ্রি ব্যুফে অফার
– এমটিবি স্মার্ট ব্যাংকিং এপস ব্যবহার করে যখন তখন যেকোন ব্যাংক একাউন্টে নগদ টাকা ট্রান্সফার।
– রিওয়ার্ড পয়েন্ট সুবিধা..সিগ্নেচার কার্ডে পার ৫০ টাকায় ২ পয়েন্ট এবং প্লাটিনাম কার্ডে পার ৫০ টাকায় ১ পয়েন্ট।
– ডুয়াল কারেন্সি সুবিধা।
– কোন ধরনের হিডেন চার্জ নেই।
– ছয়মাস ব্যাবহার করার পর কার্ডের লিমিটের ৯০% টাকা ফাষ্ট লোন আকারে নেওয়ার সুবিধা.. যেটা আপনি ২৪ মাস পর্যন্ত ইএমআই তে পপরিশোধ করতে পারবেন।
আরো অনেক কিছু…
এই কো-ব্র্যান্ডেড কার্ডগুলো নেওয়ার যোগ্যতা সমূহ ঃ
১. সরকারী কর্মকর্তা(৯ম গ্রেড থেকে ১ম গ্রেড)
২. সরকারি+প্রাইভেট(এমটিবির সাথে লিষ্টেড) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক(সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক)
৩. প্রাইভেট কোম্পানির চাকুরিজীবিদের জন্যে প্লাটিনাম কার্ডের জন্যে সেলারী হতে হবে ৫০,০০০ টাকা এবং সিগ্নেচার ক্রেডিট কার্ডের জন্যে সেলারী হতে হবে ১,০০,০০০ টাকা এবং সেলারী অবশ্যই ব্যাংকে যেতে হবে।
৪. ডাক্তার যাদের বিএমডিসির মেয়াদ মিনিমাম ৫ বছর বা তার অধিক।
## উপরে উল্লেখিত যোগ্যতা ছাড়াও যে কেউ এফডিআর করে এই কো-ব্র্যান্ডেড কার্ডগুলো নিতে পারবেন।
**প্লাটিনাম ক্রেডিট কার্ডের জন্যে এফডিআর এমাউন্ট ১,৭০,০০০ টাকা
** সিগ্নেচার ক্রেডিট কার্ডের জন্যে এফডিআর এমাউন্ট ৩,৩৫,০০০ টাকা।
প্রয়োজনীয় ডকুমেন্টস ঃ
১. এপ্লিকেন্টের এনআইডি+নমিনী এনআইডি
২. এপ্লিকেন্টের ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি+ নমিনীর ১ কপি ছবি।
৩. এপ্লিকেন্টের টিআইএন সার্টিফিকেট।
৪. এপ্লিকেন্টের স্যালারি সার্টিফিকেট/ পে স্লি/ সেল্ফ ডিক্লারেশন(শুধুমাত্র ডাক্তারদের জন্যে)।
৫. লাষ্ট তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট।
৬. ভিজিটিং কার্ড/ অফিস আইডি।