কিভাবে সহজে ব্লগ তৈরি করবেন
বন্ধুরা আমার ব্লগে আপনাকে স্বাগতম।
- প্রথমে আমরা একটি Gmail তৈরি করব।
- Gmail তৈরি করার পর আমরা blogger এ একটি ফ্রি ব্লগ তৈরি করব।
- এবং তারপর ব্লগের বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করব।
- প্রথমে আমরা একটি Gmail তৈরি করবঃ
Browser Address Bar |
Create an account |
কোথাও আটকে গেলে বা যে কোন বিষয়ে জানতে নীচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার মূল্যবান দিতে ভুলবেন না। আপনার মতামত আমাকে আরো অনুপ্রানিত করবে। ধন্যবাদ আপনাকে।
এখন, তাহলে চলুন একটি নতুন Blog সাইট তৈরি করি। প্রথমে ব্লগার.কম এ গিয়ে New Blog বাটনে ক্লিক করি যা Blogger.com এর প্রথম পাতার বাম দিকে অবস্থিত।
এরপর আপনার Browser এ একটি নতুন উইন্ডো আসবে। এখন, আপনাকে আপনার ব্লগ সাইটের বিষয়ভিত্তিক শিরোনাম দিতে হবে কি বিষয়ে ব্লগ লিখবেন।
যেমন, আপনি যদি আপনার ব্যক্তিগত বিষয়ে ব্লগস্পটে ব্লগ খুলতে চান, তাহলে শিরোনাম দিতে পারেন এরকম My Personal Blog ইত্যাদি . এবার আপনাকে আপনার blog এর Domain Address বা সাইটের ঠিকানা দিতে হবে। এমন একটি নাম নির্বাচন করুন যা আপনার Blog বিষয়ের সাথে সম্পর্ক যুক্ত। যেমন, আপনার ব্যক্তিগত Blog হলে নাম দিতে পারেন “mypersonalblog”, এখন আপনার ব্লগের সম্পূর্ণ Address হবে “mypersonalblog.blogspot.com”এরকম। এর আগে আপনি নিশ্চিত হয়ে নিন, আপনার নির্বাচিত ব্লগ নামটি সুলভ , যদি আপনার নির্বাচিত নামটি আগেই কেউ নিয়ে থাকে তাহলে not available দেখবেন আর সুললভ হলে আগে একই নামে কোন ব্লগ না থাকলে সহজেই available দেখতে পাবেন। সবশেষে, নিচ থেকে আপনার পছন্দনীয় টেম্পলেট বা ডিজাইন নির্বাচন করুন এবং এরপর নিচের Create Blog বাটনে ক্লিক করে অপেক্ষা করুন।
সবকিছু ঠিক থাকলে আপনি ইমেলে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন যে, আপনার Blog সাইট তৈরি হয়ে গেছে। এখন, আপনি আপনার Blog সাইট উপভোগ করতে পারবেন নতুন নতুন আর্টিকেল বা তথ্য লেখার মধ্য দিয়ে।