অনিবন্ধিত হ্যান্ডসেট থেকে নেটওয়ার্কে যুক্ত হলে সংযোগ বিচ্ছিন্ন
নকল বা ক্লোন হ্যান্ডসেট বাজারজাত বন্ধের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি । ১ আগস্ট থেকে নকল বা ক্লোন হ্যান্ডসেট থেকে মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে । সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি এ তথ্য জানিয়েছে ।
বিটিআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টি রেজিষ্টার বা এনইআইআর-এর মাধ্যমে নকল হ্যান্ডসেটগুলো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। আমদানি করা প্রতিটি হ্যান্ডসেটের আইএমইআই নম্বর সার্ভারে সংরক্ষিত থাকবে । তাতে ক্রেতারা খুব সহজেই এসএমএস করে বা ডায়াল করে জেনে নিতে পারবেন সেটটি আসল না নকল। এজন্য, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KYD(স্পেস) ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। *#06# ডায়াল করে সেটের আইএমইআই নম্বর জানতে পারবেন ।
উল্লেখ্য, বর্তমানে দেশে ৯০টি ব্র্যান্ডের হ্যান্ডসেট আমদানির অনুমতি আছে । আমদানিকারক প্রতিষ্ঠানের সংখ্যা ১০৮টি ।