১৫ দিনের মধ্যেই ব্রডব্যান্ড কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের জটিলতা শেষ
কোভিড-১৯ এসে আগেভাগেই জীবনের মৌলিক অনুষঙ্গে পরিণত করেছে ইন্টারনেটকে। শ্বাস-প্রশ্বাসের মতো জীবন ও জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। সঙ্গত কারণেই উপজেলা পর্যায়ে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় বিদ্যমান বাধা দূর করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
আর এ জন্য দুইটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। সমানতালে এগিয়ে নিচ্ছে তৃণমূলের অবকাঠামো উন্নয়ন এবং ইন্টারনেট সেবায় শৃঙ্খলা সৃষ্টি।
এলক্ষ্যে ইনফো সরকার-৩ এর অধীনে ব্রডব্যান্ড লাইনে সংযুক্ত ২৬০০ ইউনিয়নকে কার্যকর করার পাশাপাশি আইসটি বিভাগের কানেক্টেড বাংলাদেশে ৭৭৭টি ইউনিয়ন ব্রডব্যান্ডের অধীনে আনা হচ্ছে।
একইসঙ্গে ইন্টারনেট সেবায় শৃঙ্খলা আনতে ক্যাটগরি বাদ দিয়ে প্রশাসনিক জেলার অধীনে গ্রাম পর্যায়ে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে সংশোধিত হচ্ছে ইন্টারনেট সেবাদাতাদের গাইডলাইন। চলতি মাসেই এই গাইড লাইন পাশ হবে বলে জানাগেছে।
অবকাঠামো প্রস্তুতের পরই ইনসেন্টিভ দিয়ে হলেও ইন্টারনেট সেবাদাতাদের প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, আমার এই মুহূর্তে সর্বোচ্চ প্রায়োরিটি যে জায়াগাটায়, সেটা হচ্ছে ইন্টারনেটে শৃঙ্খলা আনা। আরেকটা প্রায়োরিটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তৈরির চেষ্টা করছি; যাতে আমরা কেমন করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দিতে পারি।
ব্রডব্যান্ড ছাড়া প্রান্তিক মানুষের ইন্টারনেট চাহিদা পূরণ হচ্ছে না জানিয়ে মন্ত্রী আরো বলেন, এইবার কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে, গ্রামের দরিদ্র মানুষেরাও তার বাচ্চার জন্য ইন্টারনেট চায়। এবং মোবাইল ইন্টারনেট সাফিসিয়েন্ট না। ব্রডব্যান্ড ছাড়া আমরা তার চাহিদা পূরণ করতে পারছি না।
অবকাঠামো বাস্তবায়নগত জটিলতায় ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নিতে একটু দেরি হচ্ছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, ইনফো সরকার থ্রি এখন পিপিপি-তে আছে। পিপিপি যখন ডিসিশান নেয় তখন এটি কাজে লাগানো যাবে। আর ২০১৮ সালে কানেক্টেড বাংলাদেশ প্রকল্প নেয়া হলেও দুর্ভাগ্যজনকভাবে ২ বছর পরেও প্রকল্পটি যে বিসমিল্লাতে ছিলো, এখনো সেই বিসমিল্লাতেই আছে। কোনো অগ্রগতি নেই। আমরা এখন প্রেসার দিচ্ছি, যাতে এটা বাস্তবায়ন করা হয়।
তবে আগামী ১৫ দিনের মধ্যেই কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের জটিলতা শেষ হবে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।
প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কার্যকর করতে স্যাটেলাইটকেও কাজে লাগানোর পরিকল্পনার কথা তুলে ধরে মোস্তাফা জব্বার বলেন, আমি এগুলোকে এফেক্টিভলি অ্যাক্টিভ করতে হবে।