ভোল্টি (VoLTE) হচ্ছে ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে গ্রাহক 2G বা 3G নেটওইয়ার্ক ব্যবহার না করে সরাসরি 4G নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করতে পারবেন। ভোল্টির সুবিধাগুলোর মধ্যে রয়েছে ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস কোয়ালিটি, দ্রুত কল কানেক্ট করার ক্ষমতা আর দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ।
ফাস্টেস্ট কল কানেকশন
কল করার সাথে সাথে দ্রুত কল কানেক্ট হয়ে যাবে
Ultra HD ভয়েস কল
আল্ট্রা এইচডি ভয়েস কোয়ালিটির কারণে কথা এখন অনেক বেশি পরিষ্কার
দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফর্মেন্স হ্যান্ডসেটের ব্যাটারি চার্জ অনেক কম খরচ হয় তাই ব্যাটারির চার্জ থাকে আরও বেশি
১. 4 জি কভারেজ
২. 4 জি সিম
৩. ভোল্টি এনাবল্ড হ্যান্ডসেট
৪. আপডেটেড ওএস
৫. এনাবল সুইচ
VoLTE কী??
VoLTE (Voice over LTE) হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে 4G স্পীডে ভয়েস কল করা যায়। এছাড়াও গ্রাহকরা দ্রুততর কল সেটআপ টাইমের মাধ্যমে HD কোয়ালিটি সম্পন্ন একেবারে পরিষ্কার ভয়েসের অভিজ্ঞতা নিতে পারবেন। VoLTE -এর মাধ্যমে গ্রাহকেরা ভয়েস কলের সময়েও 4G নেটওয়ার্কের অন্তর্ভুক্ত থাকেন এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই হাই-স্পীড 4G ইন্টারনেটের অভিজ্ঞতা নিতে পারেন। VoLTE এর কল চার্জ একেবারে 3G ভয়েস কল চার্জের মতোই হবে। এতে বাড়তি কোনো ইন্টারনেট চার্জ নেই।
VoLTE -এর সুবিধাগুলো কী কী?
HD ভয়েস কল: কথাগুলো এতোটাই পরিষ্কারভাবে শোনা যায় যে, মনে হয় যেন কথোপকথনগুলো পাশাপাশি বসেই করা হচ্ছে। দ্রুততর কল কানেক্ট: সাধারণ কলের চাইতে কল সেটআপ টাইম অধিক দ্রুততর। দক্ষ মাল্টি-টাস্কিং: এখন আপনার 4G ইন্টারনেট সেশন ব্যাহত হওয়া ছাড়াই কল করতে পারবেন। উন্নত ব্যাটারি লাইফ: ইন্টারনেট সেশন এবং কলের সময়ে ব্যাটারি ড্রেইন কম হবে।
VoLTE সার্ভিসটি চালু করতে আমাকে কী করতে হবে?
VoLTE সার্ভিসটি উপভোগ করতে চাইলে কলার এবং রিসিভার দুজনকেই নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে হবে:
VoLTE এবং সাধারণ ভয়েস কলের মধ্যে পার্থক্য কী?
VoLTE ব্যবহারকারীরা উপভোগ করবেন অভিনব HD ভয়েস। গ্রামীণফোনের গ্রাহকরা যারা VoLTE সার্ভিসটি ব্যবহার করবেন তারা সাধারণ কলের তুলনায় উন্নত মানের কল কোয়ালিটি এবং দ্রুততর কল সেটআপ টাইম উপভোগ করবেন।
4G/LTE এবং VOLTE এর মধ্যে পার্থক্য কী?
VoLTE সার্ভিসটির জন্য 4G/LTE নেটওয়ার্ক হলো পূর্বশর্ত। VoLTE (Voice over LTE) হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে 4G স্পীডে ভয়েস কল করা যায়। VoLTE ছাড়া আপনার ফোন ভয়েস কল 4G থেকে নেমে 3G নেটওয়ার্ক ব্যাবহার হয়ে থাকে । VoLTE সার্ভিসে ভয়েস কল উন্নত মানের 4G নেটওয়ার্ক ব্যবহার করেই হয়ে থাকে।
VoLTE ব্যবহার করার জন্য কি আমার VoLTE সাপোর্ট করে এমন ডিভাইস লাগবে?
হ্যাঁ। VoLTE সার্ভিসটি নিতে হলে গ্রাহকের USIM/4G SIM, VoLTE সাপোর্ট করে এমন হ্যান্ডসেট লাগবে। 4G নেটওয়ার্ক কাভারেজের মধ্যে থাকতে হবে। এছাড়াও আপনার আপগ্রেডেড অপারেটিং সফ্টওয়্যার থাকতে হবে এবং ফোনে VoLTE অপশনটি চালু করতে হবে। উন্নত মানের কল কোয়ালিটির অভিজ্ঞতা পাওয়ার জন্য, কল সেটআপ টাইম কম করার জন্য কলার এবং রিসিভার দুজনেরই USIM/4G SIM থাকতে হবে, ফোনে VoLTE অপশন চালু করার জন্য এবং 4G নেটওয়ার্কে থাকার জন্য আপগ্রেডেড অপারেটিং সফ্টওয়্যার সহ VoLTE স্পোর্টেড হ্যান্ডসেট থাকতে হবে।
অন্য কোনো অপারেটর বা আন্তর্জাতিক অপারেটরে কি VoLTE কল করা যাবে?
VoLTE কল দিয়ে শুধুমাত্র জিপি থেকে জিপি নম্বরে কল করা যাবে।
VoLTE কলে কি কোনো অতিরিক্ত চার্জ করা হবে?
না। VoLTE কলে 2G/3G ভয়েস কলের মতোই চার্জ করা হবে।
VoLTE কলে কি ইন্টারনেট ব্যবহৃত হয়? আমি যদি VoLTE ব্যবহার করি সেক্ষেত্রে কি বিল শকের কোনো সম্ভাবনা আছে?
না। আপনার চলমান ভয়েস প্ল্যান/প্যাক অনুযায়ী-ই VoLTE কলের চার্জ ধার্য হবে। বাড়তি কোনো ইন্টারনেট চার্জ নেই।
সকল 4G হ্যান্ডসেটেই কি VoLTE সার্ভিস পাওয়া যাবে? নাকি VoLTE সার্ভিস ব্যবহারের জন্য স্পেশাল কোনো হ্যান্ডসেট বা সেটিংস আছে?
না। সকল 4G হ্যান্ডসেটেই VoLTE সার্ভিস সাপোর্ট করবে না। গ্রামীণফোন নিজেদের নেটওয়ার্কে VoLTE সার্ভিসটি চালু করেছে। তবে হ্যান্ডসেট প্রস্তুতকারককেও যথাযথ অপারেটিং সিস্টেমও রিলিজ করতে হবে গ্রাহকদের জন্যে।
কেনার সময় কীভাবে বুঝবো যে হ্যান্ডসেটটি VoLTE সাপোর্ট করে কিনা?
যে সকল হ্যান্ডসেট মডেলের ক্ষেত্রে VoLTE প্রযোজ্য, সেগুলো গ্রামীণফোন ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়াও গ্রাহকরা বিক্রেতার কাছে জেনে নিতে পারেন।
VoLTE প্রযুক্তি কি চলমান 4G -এর চলমান স্পীড বাড়াবে?
ভয়েস কলের সময় VoLTE ব্যবহারকারীদের 4G নেটওয়ার্কের আওতায় থাকতে সহায়তা করে। ইন্টারনেট স্পীডে কোনো প্রভাব পরবে না।
VoLTE প্রযুক্তিতে কি মোবাইল ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়?
না। বরং আশা করা যায় ব্যাটারি পারফরমেন্স আরও বৃদ্ধি পাবে।
কোন কোন বিষয়ের ওপর VoLTE -এর ফিচারগুলো নির্ভর করে? আমি কি সবসময় একই রকম VoLTE সার্ভিস পাওয়ার আশা রাখতে পারি?
VoLTE সার্ভিসটি নিতে হলে গ্রাহকের USIM/4G SIM, VoLTE সাপোর্ট করে এমন হ্যান্ডসেট লাগবে এবং 4G নেটওয়ার্ক কাভারেজের মধ্যে থাকতে হবে। এছাড়াও আপনার আপগ্রেডেড অপারেটিং সফ্টওয়্যার থাকতে হবে এবং ফোনে VoLTE অপশনটি চালু করতে হবে।
আমি কীভাবে বুঝবো যে আমি VoLTE নেটওয়ার্কে আছি?
VoLTE সার্ভিসটি 4G -এর একটি উন্নত ফিচার এবং এটি নির্দিষ্ট এলাকার 4G নেটওয়ার্ক কোয়ালিটির ওপর নির্ভর করবে। VoLTE সার্ভিসটি নিতে হলে গ্রাহকের USIM/4G SIM, VoLTE সাপোর্টেড করে এমন হ্যান্ডসেট লাগবে 4G নেটওয়ার্ক কাভারেজের মধ্যে থাকতে হবে। এছাড়াও আপনার আপগ্রেডেড অপারেটিং সফ্টওয়্যার থাকতে হবে এবং ফোনে VoLTE অপশনটি চালু করতে হবে। উপরোক্ত সব শর্ত পূরণসাপেক্ষে, আপনার ফোন স্ক্রিনের উপরের বার এ 4G -এর সাথে HD/VoLTE আইকনটি দেখাবে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি VoLTE কল করার জন্য প্রস্তুত।
ডুয়েল SIM হ্যান্ডসেট এর স্লট ২ এ আমার USIM টি ব্যবহার করলে কী VoLTE নেটওয়ার্ক পাবো?
VoLTE 4G নেটওয়ার্কে কাজ করে। তাই যদি স্লট ২ 4G সাপোর্ট করে, তাহলে আপনি VoLTE সার্ভিসটি পাবেন।
উপরের সবগুলো শর্ত ঠিক থাকার পরও যদি আমার VoLTE ব্যবহার করতে সমস্যা হয় তাহলে কি করব?
সেক্ষেত্রে হ্যান্ডসেটের অ্যারোপ্লেন মোডটি অন বা অফ করে চেক করে দেখতে হবে যে OS আপডেটের পরে ক্যারিয়ার বান্ডেলটি পুশ করা হয়েছে কিনা।
Movie, Nation, Web Series BDIX নিচের লিংক গুলো ভিজিট করে মুভি নাটক সফটওয়ার ডাউনলোড করতে…
The Dollar Buy Sell Exchange PHP Script from Tibroit is designed to help developers create their own…
ChangaLab v2.2 – Currency Exchange Platform PHP Script Free Download. Change Lab is a Complete…
SMMCrowd v1.5 – Marketplace of SMM Services PHP Script Free Download. SMMCrowd is an Innovative…
SMMLab v2.0 Nulled – Social Media Marketing SMM Platform PHP Script Free Download. SMMLab is…
SMM Matrix v3.2 is a social media marketing tool. This software includes almost everything for you…
কিছু বিষয় মাথায় রাখলে একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করা সহজ।হাইলাইটস* বিলিং সাইকেল মাথায় রাখুন।* একটি…
ShareTrip Co-branded Master Titanium card এর মাধ্যমে এয়ারপোর্ট লাউঞ্জ সংক্রান্ত কিছু কনফিউশন এবং তার সমাধান!…
This website uses cookies.