WHMCS কি?
WHMCS হল ক্লায়েন্ট ম্যানেজমেন্ট , বিলিং , এবং ক্লায়েন্ট সাপোর্ট সিস্টেম অনলাইন এপ্লিকেশন বা সফটওয়্যার যা অনলাইন বিজনেসে ব্যাবহার করা হয় । WHMCS এমন কিছু অটোমেশন সিস্টেম দিয়ে থাকে যা বিজনেসকে করে অনেক গোছানো এবং সহজ । WHMCS সব থেকে বেশি ব্যাবহার হয় ওয়েব হোস্টিং বিজনেসে । শুধু তাই না বর্তমানে সব থেকে বেশি ব্যবহৃত ওয়েব হোস্টিং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট , বিলিং , এবং ক্লায়েন্ট সাপোর্ট সফটওয়্যার এর মধ্যে WHMCS অন্যতম ।
WHMCS এর কিছু সুবিধা সমূহ , ক্লায়েন্ট, ম্যানেজমেন্ট , বিলিং , এবং ক্লায়েন্ট সাপোর্ট ডোমেইন রেজিস্ট্রেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট ক্লায়েন্ট অটোমেটিক ইনভয়েস , বিলিং রিমাইন্ডার হোস্টিং এবং ডোমেইন অর্ডার সিস্টেম প্রোডাক্ট , সার্ভিস অর্ডারিং তাছাড়া রয়েছে আরও অনেক ফিচার , অফিসিয়াল ওয়েব সাইট থেকে দেখে নিতে পারেন http://www.whmcs.com/features