লাভা তাদের নতুন ফোন মাত্র 4000 টাকায় লঞ্চ করেছে
ভারতে বাজেট স্মার্টফোনের লিস্টে নতুন স্মার্টফোন Lava Z41লঞ্চ করা হয়েছে আর এই ফোনটি ভারতে সব রিটেল স্টোরে দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। আর এইও ফোনে আছে 2,500mAh য়ের ব্যাটারি আর 128GB পর্যন্ত এর স্টোরেজ এক্সপেন্ড করা যায়। আর এই ফোনটি ডুয়াল 4G VoLTE যুক্ত। আর এই ফোনে আপনারা কিছু প্রি লোডেড অ্যাপ পাবেন যার মধ্যে ইউটিউব গোর মতন অ্যাপ আছে।
Lava Z41 ফোনটি 3,899 টাকায় লঞ্চ করা হয়েছে আর এই ফোনটি মিডনাইট ব্লি আর অ্যাম্বার রেড কালারে লঞ্চ করা হয়েছে। ফোনটি সারা দেশের 60,000 টি রিটেল আউটলেটে সেল করা হবে। আর লঞ্চ অফারে জিও গ্রাহকরা 1,200 টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাক, 50GB এক্সট্রা ডাতা আছে।
এই Lava Z41 ফোনের স্পেক্সে অ্যান্ড্রয়েড পাই আছে আর এটি স্টার OS V5.0 তে কাজ করে, আর এই ডুয়াল সিম ফোনটি 5 ইঞ্চির ডিসপ্লে যুক্ত আর এর রেজিলিউশান 480×854 পিক্সাল। আর এই ফোনটিতে 1.4GHz Spreadtrum SC9832E কোয়াড কোর প্রসেসার আছে আর এতে 1GB র্যামের সঙ্গে 16GB স্টোরেজ আছে। ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।
Lava Z41 ফোনে 5 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে যা একটি LED ফ্ল্যাশ যুক্ত আর এই ফোনের ফ্রন্টে আছে 2 মেগাপিক্সলাএর ক্যামেরা। ফোনের ক্যামেরা অ্যাপে রিয়েল টাইম বোখে, বিউটি মোড, HDR মোড, বার্স্ট মোড, অডিও নোট, প্যানোরমা, নাইট শট, স্মার্ট স্লিপ আর নাইন লেভেল ফ্লিটার আছে।
Lava Z41 ফোনটিতে আছে 2,5000mAh য়ের ব্যাটারি আর এই ফোনে আপনারা USB পোর্ট পাবেন।