PUBG Lite Beta Game Download
এবার ভারতীয় প্লেয়াররাও ডাউনলোড করতে পারবেন PUBG Lite এর Beta ভার্সন। সাধারণত কম্পিউটারে কম স্পেসিফকেশনের প্লেয়ারদের কথা মাথায় রেখেই পাবজির লাইট ভার্সন লঞ্চ করল এই গেম সংস্থা। তবে গেমটি আপনি বিনামুল্যে পাবজির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
গত মাসের 20 জুন থেকে PUBG Lite এর Beta ভার্সনের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছিল যা চলেছিল 4 জুলাই পর্যন্ত। তবে ইতি মধ্যে ব্রাজিল, হংকং, বাংলাদেশে এবং তাইওয়ানের মতো 15 টি দেশে পাবজি লাইট এর বিটা প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। তবে গতকাল ভারতেও অফিসিয়াল ভাবে পাবজির বিটা ভার্সন লঞ্চ হয়ে গিয়েছে।
প্রথম দিকে এই গেমটি Computer এবং Mobile এই উভয় প্ল্যাটফর্মের জন্য লঞ্চ করা হয়েছিল। তবে মোবাইলের দিকে এই গেমটি জনপ্রিয় হয়ে উঠলেও কম্পিউটারের দিকে সেই ভাবে মন জয় করতে পারে নি। কারন কম র্যামে এবং ভালো প্রসেসর ছাড়া চলত না এই গেমটি। এই জন্য কম্পিউটার প্লেয়ারদের কথা মাথায় রেখেই পাবজির লাইট ভার্সন লঞ্চ করল সংস্থা।
কীভাবে ডাউনলোড করবেন পাবজি লাইট দেখে নিন:-
1) প্রথমত আপনার কম্পিউটারে যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিন। এবার https://lite.pubg.com এই ওয়েবসাইটটি ওপেন করুন। এখান থেকে ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন।
2) এবার 64.1 এমবির একটি সেট আপ ফাইলটি ডাউনলোড করে নিন। এরপর ইন্টারনেট সংযুক্ত রেখেই সেট আপ ফাইলটি ইন্সটল করুন। ইন্সটল হওয়ার সময় 2 জিবির একটি ফাইল ডাউনলোড হবে। এরপর আপনি পাবজি গেমটি খেলতে পারবেন।
পাবজি লাইট গেমটি খেলার জন্য মিনিমান স্পেসিফকেশন:-
- OS: Windows 7,8,10, 64bit
- CPU: Core i3 2.4GHz
- RAM: 4GB
- GPU: DirectX11 Intel HD Graphics 4000
- HDD: 4GB